|| খেলার মাঠ প্রতিবেদন ||
সুপার লীগের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ। সুপার লিগে খেলা ১৪ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে তামিম ইকবালের দল।
এদিকে ওয়ানডে সুপার লিগে সবার আগে ১০০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। যার সুবাদে পূরণ হয়েছে পয়েন্টের সেঞ্চুরি। কাছাকাছি থাকা ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ৯৫ পয়েন্ট। বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে এক নম্বর স্থানটিও দখল করেছে টাইগাররা।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে চলমান সুপার লিগে এখন পর্যন্ত ১০ বা এর বেশি ম্যাচ খেলে ফেলেছে ৮টি দল। অর্থাৎ ৮ দলের সামনে সুযোগ ছিল ১০০ পয়েন্ট অর্জনের। কিন্তু শুক্রবার বাংলাদেশ দল করে দেখালো। গেলো বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে সুপার লিগে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। সেই সিরিজের তিন ম্যাচেই জিতে টাইগাররা। পরের সিরিজেই ধাক্কা খায় তামিমের দল। নিউজিল্যান্ড সফরের তিন ম্যাচেই হেরে মেলেনি কোনো পয়েন্ট। তবে দেশে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে জেতার ফলে হয় পয়েন্টের সেঞ্চুরি। এরপর জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। সেই সফরের পর পয়েন্ট দাঁড়ায় ৮০। যা চলতি সিরিজে গিয়ে দাঁড়ালো একশতে।
জেটি//এফএস