|| বঙ্গকথন প্রতিবেদন ||
এবারের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ এ প্লাস অর্জন করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় অবস্থানে আছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ। পাশাপাশি কলেজ দুটিসহ শহরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ নামকরা অনেক প্রতিষ্ঠানকে ছাপিয়ে শতভাগ পাসের তালিকায় রয়েছে।
রোববার সংশ্লিষ্ট কলেজ সূত্রে এ তথ্য জানা যায়। জিপিএ ৫ এ জেলায় তৃতীয় হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪০১ জন। যা শতকরা হিসেবে ৮২ দশমিক ৩৪ শতাংশ। দ্বিতীয় হওয়া বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ২৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন। শতকরা হিসেবে ৮৩ দশমিক ২৭ শতাংশ। এদিকে বরাবরের মতো ভালো ফলাফলের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। পরীক্ষায় মোট ১ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ৫৫১ জন। যা শতকরা হিসেবে ৯৩ দশমিক ৪৩ শতাংশ। এদিকে মাত্র তিন জন অকৃতকার্য হওয়ায় শতভাগ পাশের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি।
জেটি//এফএস