|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ষাঁড় বলে অবমাননাকর মন্তব্য করায় দেশটির এক নারী সাংবাদিককে আটক করেছে পুলিশ। টেলিভিশন চ্যানেল টেলিওয়ানে সেদেফ কাবাস নামে ওই সাংবাদিক সাক্ষাৎকার দেয়ার পর শনিবার তাকে গ্রেফতার করা হয়।
রোববার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে অভিযোগ প্রমাণিত হলে সেদেফের এক থেকে চার বছরের কারাদণ্ড হতে পারে।
কাবাস টেলিভিশন চ্যানেল ও নিজের টুইটার অ্যাকাউন্টে এরদোয়ানকে ইঙ্গিত করে তিনি বলেন, বিখ্যাত একটি প্রবাদ রয়েছে যে ‘রাজমুকুটধারীরা জ্ঞানী হন’। তবে এটি সত্য নয়। তিনি আরও বলেন, একটি ষাঁড় রাজপ্রাসাদে ঢুকলেই সে রাজা হয়ে যায় না বরং রাজপ্রাসাদ হয়ে যায় গোয়ালঘর।
এদিকে তুরস্কের যোগাযোগ বিভাগের প্রধান ফাহরেটিন আলতুন প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, প্রেসিডেন্টের কার্যালয়ের সম্মানই দেশের সম্মান। এছাড়া তুরস্কের আইনমন্ত্রী আব্দুলহামিত গুল টুইটারে বলেছেন, কাবাস তার বেআইনি কথার জন্য যা প্রাপ্য তাই পাবেন।
জেটি//এফএস