||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯’র নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতোমধ্যে ভারতজুড়ে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। এবার সংক্রমনের এ তালিকায় উঠে এল বলিউড সুপারস্টার জন আব্রাহামের নাম।
জন আব্রাহাম আর তাঁর স্ত্রী প্রিয়া—দুজনই কোভিড সংক্রমিত হয়েছেন। জন নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই বলিউড তারকা তাঁর ইনস্টা স্টোরির মাধ্যমে জানিয়েছেন, ‘আমি তিন দিন আগে এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম। পরে জানতে পেরেছিলাম উনি কোভিড পজিটিভ। আমরা দুজন ঘরের মধ্যে কোয়ারেন্টিনে আছি। আমরা কারোর সংস্পর্শে আসিনি।’
জন এই পোস্টে আরো লিখেছেন, ‘আমরা দুজনই টিকা নিয়েছিলাম। এখন আমাদের দুজনের হালকা উপসর্গ আছে। আপনারা নিজেদের খেয়াল রাখুন। আর সুস্থ থাকুন। অবশ্যই মাস্ক পরবেন।’
বলিউড পাড়াজুড়ে দেখা দিয়েছে কোভিড সংক্রমনের প্রকোপ। সম্প্রতি ম্রুণাল ঠাকুর, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, রিয়া কাপুর, নোরা ফতেহি করোনা সংক্রমিত হয়েছেন। কিছুদিন আগে কারিনা কাপুর খান, অমৃতা অরোরা, সোহেল খানের স্ত্রী সীমা, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ করোনা থেকে সুস্থ হয়েছেন।
এসএ//এফএস