||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
হঠাৎ সিনেমা নির্মাণ বন্ধ এবং এফডিসিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম।
সোমবার সকালে হিরো আলম বলেন, এফডিসির লোকজন একের পর এক ধিক্কার, লাঞ্ছিত করে যাচ্ছে আমাকে। আমি সবসময় সবার জন্য কথা বলি। কিন্তু এফডিসির কিছু লোক বলছে আমি সিনেমাকে নষ্ট করে ফেলছি। তাই আমার সঙ্গে ভালো কোনো শিল্পীর কাজ করতে দেয় না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম কোনো সিনেমা করবো না।
হিরো আলম আরো বলেন, এ বছর আমার হাতে থাকা পাঁচটি সিনেমা শেষ করবো কি না তা বলতে পারছি না। বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছি। তবে তিনটা সিনেমা মুক্তি দেবো।
বগুড়ার ছেলে আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি।
এসএ//এফএস