|| বঙ্গকথন প্রতিবেদন ||
এক সপ্তাহে দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে। ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫১ জন। এদিকে এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার কমেছে প্রায় ৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৮২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয় ৭৬ হাজার ২০০ জনের। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শনাক্তের হার কমে দাঁড়ায় ২৩ দশমিক ৯ শতাংশে। পরের সপ্তাহে অর্থাৎ ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি মোট শনাক্তের সংখ্যা ছিল ৪৮ হাজার ১৩২ জন। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শনাক্তের হার কমে ৩৬ দশমিক ৮ শতাংশ। সর্বশেষ ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি করোনা শনাক্তের সংখ্যা ছিল ২৩ হাজার ৬২৭ জন। শনাক্তের হার কমেছে ৫০ দশমিক ৯ শতাংশ।
১৪ থেকে ২০ ফেব্রুয়ারি করোনায় মৃত্যু হয় ১৪৬ জনের। তাদের মধ্যে ৯১ জন বা ৬১ দশমিক ৩ শতাংশই টিকা নেননি।
জেটি//এফএস