||বঙ্গকথন প্রতিবেদন||
দেশ আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে করোনার প্রকোপ। গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো সাতজনের । এসময় নতুন শনাক্ত হয়েছেন ৩৪৪৭ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২৯৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জনে।
দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনের দেহে। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৮৯ এবং নারী ১০ হাজার ১৪৭ জন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, বরিশালে ১ জন এবং সিলেটে ২ জন মারা গেছেন।
এসএ//এফএস