||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
ক্যাটরিনা এখন বলিউডের প্রথম শ্রেণির অভিনেত্রী। সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। সংসারেও লাগিয়েছেন মন। কিন্তু শোবিজ অঙ্গনেও আলোচনার বাইরে নেই ক্যাট। এবার সেটি ক্যারিয়ারের প্রথম ছবির এক চুম্বন দৃশ্য ঘিরে। যে দৃশের অবতারণা হয়েছিল বলিউডের খল অভিনেতা গুলশান গ্রোভারের সঙ্গে। ইউটিউবেও ওই ভিডিও দেখা হয়েছে চার কোটি বার।
ক্যাটরিনা ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ‘বুম’ নামের দ্বিতীয় সারির এক ছবি দিয়ে। সেই ছবিতে একজন মডেলের চরিত্রে ধরা দেন ক্যাট। ছবিটিতে নবাগতা ক্যাটরিনার সঙ্গে একটি শারীরিক ঘনিষ্ঠতার দৃশ্য ছিল গুলশানের।
তখন ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, ওই চুম্বন দৃশ্যের শ্যুটিংয়ের আগে ক্যাট আর গুলশান একান্তে দৃশ্যটির মহড়া দিয়েছিলেন। একটি লকার রুমে নাকি টানা দু’ঘণ্টা চলেছিল ক্যাট-গুলশনের সে মহড়া।
পরে অবশ্য ওই দৃশ্যটি বাদ দেয়া হয় ‘বুম’ ছবি থেকে। শোনা গিয়েছিল, ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক অভিনেতা সালমান খানই নাকি দৃশ্যটি কর্তন করার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন।
এসএ//এফএস