|| বঙ্গকথন প্রতিবেদন ||
দিন দিন বাড়ছে প্রযুক্তিনির্ভর অপরাধ। যে কোনো একটি তথ্য পেলে মুহূর্তেই শনাক্ত করা যাবে অপরাধী। অপরাধপ্রবণ এলাকায় বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসি ক্যামেরা।
জানা যাবে অপরাধীর অতীত সব রেকর্ড। ঢেলে সাজানো হচ্ছে সাইবার ইউনিটকে।
ঢাকা মহানগর পুলিশের ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে এ তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। পুলিশের বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে জঙ্গি দমনকে। আর মাদককে মনে করা হচ্ছে চ্যালেঞ্জ।
পুলিশ কমিশনারের দাবি, জঙ্গি দমনে ডিএমপির সফলতা সারা বিশ্বে সমাদৃত।
এবি//এফএস