|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত হয়েছেন। শুক্রবার ফিল্ড মিশন শেষে অ্যাডেনে ফেরার সময় তারা অপহৃত হন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম শনিবার তাদের প্রতিবেদনগুলোতে এ তথ্য প্রকাশ করে।
এদিকে ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি বলেন, ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশ থেকে ওই পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছেন। তাদের মুক্তি নিশ্চিত করতে ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছে জাতিসংঘ।
অন্যদিকে রুশ বার্তাসংস্থা স্পুটনিক নিউজ জানিয়েছে, ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের ছয়জন কর্মী; যার মধ্যে পাঁচজন ইয়েমেনি এবং একজন বুলগেরিয়ান নাগরিক রয়েছেন।
২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের অভিযান চলছে। এতে ইয়েমেন সংঘাতে প্রাণ হারিয়েছে শিশুসহ হাজারো মানুষ।
জেটি//এফএস