|| বঙ্গকথন প্রতিবেদন ||
নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। তবে চূড়ান্তদের নামের তালিকা প্রকাশ করে হবে না বলে জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়।
বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ১২-১৩ জনের নাম চূড়ান্ত করেছি, আশা করছি ২২ তারিখের বৈঠক শেষে ১০ জনের নাম পাব। তবে ১০ জনের নাম প্রকাশ করব না।
এর আগে বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বিকেল ৪টা ৫০ মিনিট থেকে এ বৈঠক শুরু হয়। প্রাথমিকভাবে ২০ জনের নামের তালিকা প্রস্তুত করে সার্চ কমিটি। এ তালিকা থেকে চূড়ান্ত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সার্চ কমিটি।
জেটি//এফএস