|| বঙ্গকথন প্রতিবেদন ||
বিশিষ্ট বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন।
বুধবার সকালে এ বৈঠকের আয়োজন করে ইসি।
ইসির কর্মকর্তারা জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের বিভিন্ন মত রয়েছে। এ জন্য আধুনিক প্রযুক্তিসম্পন্ন এ মেশিনের কারিগরি বিভিন্ন বিষয় আরো ভালোভাবে বুঝতেই কাজী হাবিবুল আউয়াল কমিশন বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন।
সংশ্লিষ্টরা জানায়, ইসির আইটিসহ বিশেষজ্ঞরা দেখে এ বিষয়ে মতামত দেবেন। ইভিএমের ওপর কমিশন তাদের মতামত নেবেন। বৈঠকে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হবে। এরপর যন্ত্রটি নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেবে কমিশন।
এর আগে ২৪ মে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই। আমরা চার-পাঁচটা মিটিং করেছি, এখনো পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। কালকেও কারিগরি মিটিং হবে। আরো কয়েকটি বৈঠকে সবার সাথে আলাপ-আলোচনা করে ইভিএম নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এবি//এফএস