|| বঙ্গকথন প্রতিবেদন ||
কুষ্টিয়ার কুমারখালীতে ইভটিজিংয়ে বাধা দেয়ায় স্কুলছাত্র দিদার হত্যা ঘটনার মূল আসামি মো. আলী ওরফে বাবু বিশ্বাসকে (২১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার রাতে ফেনী সদরের ডাক্তার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
তিনি বলেন, ২৬ জানুয়ারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর বাজারে স্কুলছাত্র দিদারকে (১৬) নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতের বাবা মো. আবুল হোসেন বাদি হয়ে কুমারখালী থানায় একটি মামলা করেন। এ ঘটনায় ফেনী থেকে মূল আসামি মো. আলী ওরফে বাবু বিশ্বাসকে (২১) গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হত্যার দায় স্বীকার করেন। তার ভাই আশিক মেয়েদের রাস্তাঘাটে ইভটিজিং করতো। এতে দিদার বাধা দিলে উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই জেরে ভাই আশিকের পক্ষ নিয়ে নিজ ফার্নিচারের দোকানে দিদারকে হত্যা করেন তিনি।
জেটি//এফএস