|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ইউক্রেনের তিন পয়েন্টে সেনা জড়ো করেছে রাশিয়া। ক্রিমিয়ার দক্ষিণে, দুদেশের সীমান্তের অংশে ও বেলারুশের দক্ষিণে।
এদিকে দেশটিতে বাজছে যুদ্ধের দামামা। যে কোন সময়ে হামলা চালাবে রাশিয়া এমন তথ্য দিয়েছে দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।
২০১৪ সালে রাশিয়া তাদের ভূখণ্ডে উপদ্বীপ ক্রিমিয়াকে যুক্ত করে। এই দ্বীপ এখন ইউক্রেনে হামলার ক্ষেত্র হয়ে উঠেছে। তবে এটি নিশ্চিত নয় যে, মস্কো ক্রিমিয়া থেকে আদৌ ইউক্রেনে হামলা করবে কি না, তবে সম্ভাবনা রয়েছে।
গেলো বৃহস্পতিবার রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়াও শুরু করেছিল। যা ইউক্রেনে হামলার সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলেছে।
এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পর ওয়াশিংটন ও তার মিত্ররা ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা বলছে, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, দুই দিনের মধ্যে ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে। আর হামলার শুরু হতে পারে আকাশপথে।
কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এখনো তারা কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা কমানোর বিষয়ে মত দিয়েছেন বলেও নিশ্চিত করেন সুলিভান।
কিন্তু রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেন ইস্যুতে জল ঘোলা করছে। তারা কিয়েভে হামলার পরিকল্পনার মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
জেটি//এফএস