|| বঙ্গকথন প্রতিবেদন ||
পোল্যান্ড সীমান্ত দিয়ে ইউক্রেনপ্রবাসী ২৪ বাংলাদেশিকে সুরক্ষিত জায়গায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
শনিবার দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেয়া হয়েছে পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত।এ ক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানায় পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। এ ক্ষেত্রে প্রত্যেক বাংলাদেশিকে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে হবে।
এবি//এফএস