|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
রাশিয়ার হামলায় ইউক্রেনে তিন জন শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা যায়।
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াসখো সামাজিকমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, দুর্ভাগ্যবশত অপারেটিভ তথ্য অনুযায়ী দখলদারদের হামলায় ৩ শিশুসহ ১৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় ৩৩ শিশুসহ ১১১৫ জন আহত হয়েছেন।
এদিকে বিভিন্ন গণমাধ্যম বলছে, সংঘর্ষে ৩ হাজার ৫০০ রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে।
একটি ভিডিওতে ইউক্রেনের প্রধানমন্ত্রী জানান, ভুয়া খবরে বিশ্বাস করবেন না। আমি এখানে। আমরা অস্ত্র সমর্পণ করছি না। আমরা দেশকে রক্ষা করব। কারণ আমাদের অস্ত্র সত্য। আর আমাদের সত্য হচ্ছে আমাদের ভূমি, আমাদের শিশুরা। আমরা সবাইকে রক্ষা করব।
জেটি//এফএস