|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ইউক্রেনের বিভিন্ন স্থাপনা এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তারা দেশের বিভিন্ন স্থাপনা এবং সীমান্তরক্ষী বাহিনীদের বিভিন্ন স্থাপনাকে টার্গেট করছে।
এদিকে রাজধানী কিয়েভের আকাশ সীমায় রেড এলার্ট জারি করে সাইরেন বাজিয়ে বিপদ সংকেত জানিয়ে দেয়া হচ্ছে।
ইতিমধ্যে ইউক্রেনে সামরিক শাসন জারি করেছে প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় তিনি দেশের সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির দোনেৎস্ক অঞ্চলের কামাটরস্কে বেশ কয়েকটি বিষ্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের প্রধান বিমানবন্দর থেকেও বিস্ফোরণের শব্দ আসছে বলে জানানো হয়।
এবি//এফএস