|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ইউক্রেনের আট শতাধিক সামরিক স্থাপনা ধ্বংস করে দেয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়ার পর থেকে দেশটিতে তান্ডব শুরু করে রুশ বাহিনী। গত দুই দিনে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করছে রাশিয়ান সেনারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, তাদের সেনাবাহিনী ইউক্রেনের ১৪টি বিমান ফিল্ড, ১৯টি কমান্ড ফিল্ড, ২৪টি এস-৩০০ মিসাইল ধ্বংসকারী ব্যবস্থা এবং ৪৮টি রাডার সিস্টেম ধ্বংস করেছে। এছাড়া আরও ৮টি নৌজাহাজ ধ্বংস করেছে।
বর্তমানে রুশ সেনারা রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ এখনো চলছে।
জেটি//এফএস