|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনের মানুষ এরই মধ্যে রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় মানুষের প্রধান আশ্রয়স্থল হয়ে উঠছে কিয়েভের সাবওয়ে স্টেশনগুলো।
সাবওয়ে স্টেশনগুলো পরিণত হচ্ছে তাৎক্ষণিক বাঙ্কারে। শহরের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্টেশনগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে মানুষের গাড়ির ভিড়।
এবি//এফএস