|| বঙ্গকথন প্রতিবেদন ||
রাশিয়ার-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি জাহাজ ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে। তবে আরেকটি জাহাজ কোথায় আটকা পড়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি।
জাহাজ দুটি হচ্ছে এম টি বাংলার অগ্রদূত এবং এম ভি বাংলার সমৃদ্ধি। এর মধ্যে এম ভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়ার খবর পাওয়া গেছে। তবে এম টি বাংলার অগ্রদূত রাশিয়া নাকি ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে সে বিষয়ে কোন খবর জানা যায়নি। জাহাজ দুটিতে অর্ধশতাধিক নাবিক রয়েছেন বলে বিএসসি সূত্র জানায়।
রোববার দুপুরে বিএসসির এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, যুদ্ধ শুরুর পর দুটি জাহাজ আটকা পড়েছে। জাহাজ দুটিতে থাকা নাবিকদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তারা নিরাপদে রয়েছেন।
এদিকে এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা এক নাবিক জানান, আমাদের জাহাজটি ২৩ ফেব্রুয়ারি থেকে অলিভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছে। সবাই বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন।
জেটি//এফএস