|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
কিয়েভের কাছাকাছি রাশিয়ান সেনাভর্তি একটি বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণাল। এতে বহুসংখ্যক রুশ সেনা নিহত হয়েছেন।
কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেসবুক পোস্টে বলেছে, শনিবার রাশিয়ার সেনা বহনকারী আইএল-৭৬ এমডি বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সু-২৭ যুদ্ধবিমান। বিমান থেকে কিয়েভ অঞ্চলে সেনারা নামার চেষ্টা করেছিল। তবে বিমানটিতে সর্বোচ্চ ১৬৭ সেনা বহন করার সক্ষমতা রয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভ্যালারি জালুজনি বলেন, এটি ২০১৪ সালের লুহানস্কের প্রতিশোধ। আট বছর আগে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত করা হলে তার ৯ ক্রু ও ৪০ সেনা নিহত হয়েছিলেন। তবে ইউক্রেনের অভিযানে রাশিয়ার কোনো হতাহতের মুখোমুখি হতে হয়নি বলে দাবি করেন দেশটির সামরিক মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনশেনেকভ।
জেটি//এফএস