|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ইউক্রেনে স্বল্প ও দীর্ঘ মেয়াদে অর্থায়নের পরিকল্পনা রয়েছে বিশ্বব্যাংকের। এর অংশ হিসেবে দেশটিকে ৩৫ কোটি মার্কিন ডলার দেবে আর্থিক সংস্থাটি।
এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে বৈঠক করেন সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড মালপাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে মালপাস জানান,স্বল্প ও দীর্ঘমেয়াদি আর্থিক প্রয়োজন মেটাতে ইউক্রেনের অর্থনীতি ও নাগরিকদের পাশে থাকবে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রাথমিক এ অর্থায়নের পর দেশটিকে আরো নানাভাবে সহায়তা করা হবে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের জ্বালানি ও জলবায়ুসংক্রান্ত খাতে সংস্কারমূলক কাজ।
এর আগে রাশিয়ার হামলার শঙ্কার মুখে গত সোমবার ইউক্রেন থেকে সাময়িকভাবে কিছু কর্মীকে সরিয়ে নেয় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তবে দেশটিতে তাদের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে সংস্থা দুটি।
এবি// এফএস