|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
যুদ্ধে রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের জন্য একশ’ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
১৪ জুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপে তিনি এ ঘোষণা দেন। সহায়তা প্যাকেজের আওতায় যুদ্ধজাহাজ বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এছাড়া দেশটিতে ২২৫ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্রাগারে মজুত করা বিভিন্ন অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রস্তুত করা বেশ কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এম-৭৭৭ হাউইটজার ও বিভিন্ন প্রকার আর্টিলারি অস্ত্র ও গোলাবারুদ ছিল বলে জানানো হয়েছে।
এবি//এফএস