|| বঙ্গকথন প্রতিবেদন ||
সাভারের আশুলিয়ায় জুতা তৈরির কারখানায় অগ্নিকান্ডে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কারখানার ভেতরে আরো মরদেহ আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিস। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডের ইউনিওয়াল্ড ফুটওয়্যার নামের ওই জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কারখানার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো কারখানার শ্রমিকদের বলে ধারণা করা হচ্ছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, সাভারের বঙ্গবন্ধু রোড এলাকার জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত দুইজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১২ জন দগ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জেটি//এফএস