|| বঙ্গকথন প্রতিবেদন ||
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আর বাড়ানো হবে না। পরিস্থিতি অনুযায়ী পরামর্শ কমিটির সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ‘ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’র সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।
দীপু মনি জানান, আমরা দেখতে পাচ্ছি করোনা সংক্রমণের হার কমছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে; আশা করছি, সেটা আর বাড়াতে হবে না।
তিনি আরো বলেন, কারিগরি পরামর্শক কমিটির সাথে পরামর্শ করে এর আগেও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে, সামনেও নেয়া হবে।
এবি// এফএস