|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
আবুধাবি বিমানবন্দরের কাছে ইয়েমেনের হুতি গ্রুপ ড্রোন হামলা চালালে তিনটি জ্বালানি ট্রাক বিস্ফোরিত হয়। এ ঘটনায় সোমবার ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২ জন ভারতীয় নাগরিক বলে দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
এদিকে এক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আবুধাবিতে ড্রোন হামলায় ২ ভারতীয়সহ ৩ জন নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডাব্লুএএম জানিয়েছে, তেল সংস্থা এডিএনওসি-র স্টোরেজের কাছে মুসাফা এলাকায় তিনটি জ্বালানি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরিত হলে ৩ জন নিহত ও ৬ জন আহত হন। এতে বলা হয়েছে, নিহতদের ২ জন ভারতীয় এবং ১ জন পাকিস্তানি।
আবুধাবি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে একটি ছোট বিমানের কিছু অংশ পাওয়া গেছে। যা সম্ভবত ড্রোন হতে পারে। যেটি বিস্ফোরণ এবং আগুনের কারণ। পুলিশ আরও জানিয়েছে, উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে লড়াই করছে হুতিরা। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতও আছে এবং তারা প্রায় সৌদি আরবে সীমান্তে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এই ধরনের কয়েকটি হামলা করেছে বলে দাবি করেছে হুতি। তবে, আমিরাত কর্তৃপক্ষ বেশিরভাগ ক্ষেত্রে তা অস্বীকার করেছে।
জেটি//এফএস