||বঙ্গকথন প্রতিবেদন||
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এস এম মাহমুদ সেতু খালাস চেয়ে আপিল করেছেন।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার শারমিন আক্তার শিউলী এই আপিল দায়ের করেন।
আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর হাইকোর্টে আসে ওই রায়ের ডেথ রেফারেন্স।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা।
এসএ//এফএস