|| বিদেশ- বিভুঁই প্রতিবেদন ||
আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সাম্প্রতিক সেনা অভ্যুত্থান ঘটনার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এ ঘটনায় দেশগুলোর ব্যাপারে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গেলো শনিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর এ তথ্য জানায়। তারা বলেন, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট এর অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। উত্তর ইথিওপিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ইথিওপিয়া সরকার এবং অন্যান্য দল কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন, একই সাথে গিনি এবং মালি উভয়ের সরকারের অসাংবিধানিক পরিবর্তনের বিষয় নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
২০০০ সালের মে মাস থেকে আফ্রিকা মহাদেশের ৩৮টি দেশ মার্কিন বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেয়ে আসছিল। তবে শর্ত পূরণ করলে দেশ তিনটি আবারো এ সুবিধা ফিরে পাবে বলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর সূত্রে জানা গেছে।
এবি//এফএস