|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
আফগানিস্তান থেকে পাকিস্তানের সীমান্ত লক্ষ্য করে জঙ্গিদের ছোড়া গুলিতে অন্তত পাঁচ সেনা নিহত ও চার সেনা আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলি বলছে, রোববার ইসলামাবাদে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আফগানিস্তানের সীমান্তে থাকা জঙ্গিরা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী জেলা কুররামে পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে পাঁচ সেনা নিহত ও চার সেনা আহত হয়েছে।
এদিকে জঙ্গিদের এ হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় বহু সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমাদ বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী তালেবান সরকারের উচিত আন্তর্জাতিক সীমান্তে এই ধরনের জঙ্গি হামলা বন্ধ করা।
কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার সেনাবাহিনীর উপর হামলার বিষয়টি অস্বীকার করেছে।
জেটি//এফএস