|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। আরো কয়েকশ মানুষ এ ঘটনায় আহত হয়েছেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে প্রস্তুতির কথা জানিয়েছে ইরান।
দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিতে প্রস্তুত। আফগান সরকারের পক্ষ থেকে সাড়া পেলেই উদ্ধার ও ত্রাণকর্মীসহ মেডিকেল টিম পাঠানো হবে।
ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেন, ইরান সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছে।
এবি//এফএস