||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং বর সনি পোদ্দারের হানিমুন হচ্ছে না আপাতত। ৯ জানুয়ারি কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে সনির । এমনকি মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ।
মঙ্গলবার দুপুরে মিম জানিয়েছে, বিয়ের পর থেকেই পুরো পরিবার ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। সনি ও বাবার রেজাল্ট পজিটিভ। আপাতত দুজনই বাসায় বিশ্রামে আছে। এ কারনে ১৫ জানুয়ারির অনুষ্ঠানও আপাতত স্থগিত থাকছে।
২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ী বিদ্যা সিনহা ৫ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন সনি পোদ্দারের সাথে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসে মিমের বিয়ের জমকালো আসর। কঠোর গোপনীয়তার মধ্যে দুই পরিবারের সদস্য আর কাছের মানুষরাই পাশে ছিলেন মিম-সনির এই বিশেষ মুহূর্তে।
এসএ//এফএস