|| উপজেলা প্রতিবেদক, আদমদীঘি, বগুড়া ||
বগুড়ার আদমদীঘির সান্তাহারে তিন বস্তা ফেনসিডিলসহ তিন জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে ৭টার দিকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন-নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদীর মমিন খানের ছেলে মোস্তাক খান (২১), নরসিংদীর পলাশ উপজেলার কামারবাড়ি গ্রামের মৃত রাজ্জাক রাজার ছেলে রতন ফালু (২৪) ও একই এলাকার হাসানহাটা গ্রামের শাফি উদ্দিনের ছেলে শরীফ হেসেন সাকিল (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়াগামী টাটা কোম্পানির একটি পিক-আপ ভ্যানে তল্লাশি করা হয়। এ সময় চালকের সিটের নিচ থেকে তিন বস্তায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া গাড়িটি জব্দ করে ও তিন জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেটি//এফএস