|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
ফ্রি টু ডাই বা স্বেচ্ছায় আত্মহত্যাকে নিষিদ্ধ করেছেন ইতালির সুপ্রিম কোর্ট। পাশাপাশি আত্মহত্যায় সহযোগিতাকারীদের ৫ থেকে ১২ বছরের জেলের হওয়ার বিধান করা হয়েছে।
হতাশা এবং বিভিন্ন মানসিক চাপের কারণে বিশ্বের বেশির ভাগ উন্নত দেশ আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গেলো কয়েক বছরে ইতালিতেও এই প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে।
এরই মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট আত্মহত্যাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এতে সহযোগিতাকারীকে সর্বোচ্চ ১২ বছরের জেলের বিধানের পক্ষে রায় দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে খুশি স্থানীয়রা এবং ইতালিপ্রবাসী বাংলাদেশিরা।
এ বিষয়ে পোপ ফ্রান্সিস মন্তব্য করেছেন, গুরুতর অসুস্থ ও অসহনীয় শারীরিক এবং মানসিক যন্ত্রণায় কাতর ব্যক্তিরা নিজের মৃত্যু চাইতেই পারে। কিন্তু একটি সভ্য জাতি তা কিছুতেই মেনে নিতে পারে না।
বিশ্বের বিভিন্ন উন্নত দেশেগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কায়। এ ছাড়া ফ্রি টু ডাই সিস্টেম ব্যাপক হারে বেড়ে গেছে বেলারুশ, লাটভিয়া, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, ঘানা ও কাজাকিস্তানে।
এবি//এফএস