|| বঙ্গকথন প্রতিবেদন ||
এক কোটি মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দিতে আজ সারা দেশে আটাশ হাজার বুথ খোলা হয়েছে।
শনিবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।
এ পর্যন্ত প্রায় এগারো কোটি মানুষকে প্রথম ডোজ দেয়া শেষ হয়েছে। তবে এখনো যারা প্রথম ডোজ পাননি তাদের টিকা দিতে আজ সারাদেশে এক কোটি টিকা দেয়ার কর্মসূচি নেয়া হয়েছে। এই টিকাদান কর্মসূচির দায়িত্বে রয়েছেন এক লাখ ৪২ হাজার স্বাস্থ্যকর্মী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বয়স বারো বছর পার হলে নিবন্ধন ছাড়াই কেন্দ্রে গিয়ে টিকা নেয়া যাবে। দ্বিতীয় ও বুস্টার ডোজের দিকে সরকারের মনোযোগ থাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে টিকা না নেয়া ব্যক্তিদের তালিকা করা হয়েছে। করোনা থেকে সুরক্ষা পেতে টিকা নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গণটিকাদানের জন্য প্রতিটি ইউনিয়নে তিনটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবার এক দিনে এক কোটি ডোজ টিকা দেয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এবি//এফএস