||বঙ্গকথন প্রতিবেদন||
নতুন করে করোনার প্রকোপ এড়াতে আজ থেকে কার্যকর হচ্ছে ১১ দফার বিধি-নিষেধ। এ সময় সভা-সমাবেশ বন্ধসহ মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি কর্মক্ষেত্রে ও যানবাহনে।
আবারো কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১০ জানুয়ারি ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে মাস্ক না পরলে জরিমানাসহ গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, হোটেল-রেস্তোরাঁয় বসে খেতে হলে ভ্যাকসিন সনদ দেখাতে হবে। সংক্রমণ রোধে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ রাখতেও নির্দেশ দেয়া হয়েছে। ১২ বছরের বেশি বয়সী ভ্যাকসিন সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে করতে পারবে না। এছাড়া বিদেশ থেকে আগত যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-১৯ ভ্যাকসিন সনদ প্রদর্শন।
সরকারের এসব নির্দেশনা না মানলে হতে পারে জেল-জরিমানার। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বহাল থাকছে বিধি-নিষেধ ।
এসএ//এফএস