|| বঙ্গকথন প্রতিবেদন ||
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অফিস-আদালতে অর্ধেক জনবল দিয়ে কাজ করানোর নোটিশ দ্রুত দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত চলমান করোনা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সরকারের মন্ত্রিপরিষদের দেয়া নতুন বিধিনিষেধ অনুযায়ী, আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিস্থিতি আরো অবনতি হতে পারে। সংক্রমণের তীব্রতা বেড়ে যাওয়ায় পাওয়ায় হাসপাতালগুলোতে ৩৩ শতাংশ শয্যা পূর্ণ হয়েছে। বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি অংশ নিতে পারবে না।
নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাইবো তারা যেন আরো নজরদারি বাড়ান। জনগণের সুরক্ষার দায়িত্ব তাদেরই পালন করতে হবে। সরকারের একার পক্ষে সম্ভব নয়।
এবি//এফএস