|| বঙ্গকথন প্রতিবেদন ||
অর্ধেকেরও কম জনবল নিয়ে বাগেরহাটে চলছে ১০০ শয্যার সদর হাসপাতালের চিকিৎসা সেবা। সার্জারি, গাইনিসহ কনসালট্যান্টের ৭টি পদ শূন্য দীর্ঘদিন।
মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য চলে যেতে হচ্ছে খুলনায়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, চিকিৎসকের সংকট এখানে। সকালে ভর্তি হলে পরদিন সকালে বড় ডাক্তার দেখবেন। সার্জারির কোনো চিকিৎসক না থাকায় আমরা পড়ি বিপাকে।
দীর্ঘদিন ধরেই অল্পসংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
চিকিৎসক সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, প্রতি মাসেই লিখিতভাবে মন্ত্রণালয়ে জানানো হচ্ছে। তবে শিগগিরই চিকিৎসক সংকটের সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি।
এবি//এফএস