|| বঙ্গকথন প্রতিবেদন ||
ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠকে ছয়টি অভিন্ন নদী নিয়ে আলোচনা হলেও ঠাঁই পাচ্ছে না তিস্তা ইস্যু।
বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
চেন্নাইয়ে বাংলাদেশের উপ হাইকমিশনের অগ্রগতি দেখতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন পররাষ্ট্র সচিব।
বৃহস্পতিবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করবেন মাসুদ বিন মোমেন। এ সময় দুই দেশের মধ্যে অভিন্ন ৬টি নদীর বিষয়েও আলাপ হবে দুই সচিবের মধ্যে।
তিন দিনের সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার ফিরবেন তিনি।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিস্তার পানি বণ্টনচুক্তি স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। জয়শঙ্কর এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।
এবি//এফএস