|| বিদেশ-বিভঁই প্রতিবেদন ||
সাবমেরিন ইন্টারনেট ক্যাবল আবার সচল হওয়ায় অগ্নুৎপাতের পাঁচ সপ্তাহ পর টোঙ্গাতে ফিরলো ইন্টারনেট সেবা।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এর মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের সঙ্গে বাকি বিশ্বের যোগাযোগ শুরু হয়েছে।
মঙ্গলবার দেশটির প্রধান টেলিকমিউনিকেশন সেবা প্রদানকারী সংস্থা ডিজিসেল এবং টিসিসি ইন্টারনেট সেবা পুনরায় সচল হওয়ার বিষয়টি জানিয়েছে।
এ বিষয়ে টোঙ্গার প্রধানমন্ত্রী হুয়াকাভেমেলিকু সিওসি সোভালেনি বলেন, পরিস্থিতি সামাল দেয়ার মতো কিছু সক্ষমতা আমাদের ছিল। অনলাইনে ফিরে আসতে পেরে আমরা অনেক আনন্দিত।
গেলো ১৫ই জানুয়ারি ভয়াবহ এক অগ্নুৎপাতের সাক্ষী হয় দ্বীপ রাষ্ট্রটি। পানির নিচে থাকা ইন্টারনেট ক্যাবল ক্ষতিগ্রস্থ হলে দেশটি সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে, শুধুমাত্র স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত কিছু ছবির মাধ্যমে সেসময় দেশটির পরিস্থিত জানতে পারে বিশ্ববাসী।
এবি//এফএস