||বঙ্গকথন প্রতিবেদন||
নিরাপদ সড়ক নিশ্চিত করতে নয় দফা দাবির বাস্তবায়ন চেয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন রামপুরা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সকাল থেকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাঁরা।
শিক্ষার্থীদের হাতে রয়েছে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। একটি স্লোগান হলো ‘দিয়ে দিয়ে আশ্বাস, আর ভেঙো না বিশ্বাস’। আন্দোলনরত শিক্ষার্থীদের কাছাকাছি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। গাড়িচাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনার বিচার, বাসভাড়ায় হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে সম্প্রতি সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গেলো বৃহস্পতিবার নয় দাবি ঘোষণা করে সড়ক ছাড়েন তাঁরা। শুক্রবারের মধ্যে দাবি মানা না হলে আবারো আন্দোলন শুরু করার ঘোষণা দেয়া হয়।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে সারা দেশে বিআরটিসির বাসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি এ পরিবহন পরিসেবায় অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত হলেও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চলা সিংহভাগ ব্যক্তিমালিকানাধীন বাসের ক্ষেত্রে অর্ধেক ভাড়ার বিষয়টি এখনো ঝুলে আছে।
এসএ//এফএস