||জেলা প্রতিবেদক, রাজশাহী||
রাজশাহীর চারঘাট থেকে আটশ গ্রাম হেরোইনসমেত এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৫। আয়ুব আলী নামের ওই মাদক কারবারির কাছ থেকে জব্দ করা হেরোইনের বাজারমূল্য ৮০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।

র্যাব-৫’র স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, চামটা এলাকা থেকে একটি অটোরিকশা যোগে চারঘাটের হলিদাগাছীর মাদক কারবারি হেরোইন বিক্রির জন্য আসবে-এমন খবরে হলিদাগাছী হাই স্কুল মাঠ এলাকায় অপারেশন চালায় র্যাবের একটি দল। এসময় আয়ুব আলীর দেহ তল্লাশি করে অভিনব কৌশলে শরীরের সাথে আটকে রাখা ৫টি স্বচ্ছ পলিপ্যাকে প্যাকেটজাত হেরোইন পাওয়া যায়।পরে মানিকগঞ্জ জেলার এই মাদক কারবারিকে চারঘাট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
জেলা//এমএইচ