||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়া-ঢাকা মহাসড়কে ৬ ঘণ্টায় ৩ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মহাসড়কের দশমাইল, ছোনকা ও ঘোগা বটতলা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, শেরপুরের দশমাইল এলাকায় রাত ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী নাবিল পরিবহণের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সৃষ্টি পরিবহণের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সৃষ্টি পরিবহণের চালক ও সুপারভাইজার। দুই বাসের আহত ৬ যাত্রীর মধ্যে শনিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরো দু’জন।
এদিকে ভোর সোয়া ৪টার দিকে একই মহাড়সকের ঘোগা বটতলা সেতুর কাছে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকের চালক ও তার সহকারী আহত হন। সকাল ৮টার দিকে মহাড়কের ছোনকা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। কোনো প্রাণহানি না ঘটলেও আহত হন দুই ট্রাকের চালক-সহকারীসহ ৬ জন।
এসএফ//এমএইচ