||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। বুধবার দিনভর মাদকবিরোধী অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার উথলী ও মহাস্থান এলাকা থেকে তাদের আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। ওইদিন রাতে শহরের জামিল নগর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ আরেক মাদক কারবারিকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ একই টিম, যার বাজারমূল্য ৫ লাখ টাকা।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, বুধবার দুপুরে উথলী গ্রামের মাদক কারবারি আবদুস সালামের বাড়িতে অভিযান চালান গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় সেখান থেকে এক কেজি গাঁজাসহ আটক করা হয় আবদুস সালামকে। একই দল ওইদিন বিকেল ৪টার দিকে মহাস্থান পূর্ব পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মহাস্থান নামাপাড়া এলাকার মাদক কারবারি মুকুল মিয়াকে আটক করে। আটক দুই মাদক কারবারিকে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য মামলা দায়ের করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এফএস//এমএইচ