||বঙ্গকথন প্রতিবেদন||
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বগুড়ার ৫ পৌরসভায় যাচাই-বাছাই শেষে ৪ মেয়র প্রার্থী এবং ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার দিনভর যাচাই শেষে মনোনয়নপত্রগুলো বাতিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে বগুড়ার কাহালু, গাবতলী, নন্দীগ্রাম, শিবগঞ্জ এবং ধুনট উপজেলায় ভোটগ্রহণ হবে। যাচাই-বাছাই শেষে কাহালু পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ফেরদৌস আলম, গাবতলী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল বাছেদ এবং শিবগঞ্জ পৌরসভার দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল গাফফার এবং ফৌজিয়া খানমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া ধুনট পৌরসভায় ৫ কাউন্সিলর প্রার্থী এবং শিবগঞ্জ পৌরসভার ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নও বাতিল ঘোষিত হয়েছে যাচাই-বাছাইয়ে এসে।
জেলা নির্বাচন কর্মকর্তা এবং পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, মনোয়ন বাতিল হওয়া প্রার্থীরা বিধি অনুযায়ী আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। এছাড়া এই ৫ পৌরসভায় প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে ১০ জানুয়ারি পর্যন্ত।
এমএইচ//