গতকাল রোববার বিকেলে হুইলচেয়ার থেকে উঠে বাড়ির বাহিরে এসে সমর্থকদের উদ্দেশে হাত নারিয়ে কথা বলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর চলে দলের কার্যালয়ে।
গত ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়ায় আহত হন তিনি। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হুাইলচেয়ার করেই নির্বাচনী প্রচারণা চালান তিনি। নির্বাচনের শেষ দিন একপায়ে দাড়িয়ে জাতীয় সংগীত গেয়েছিলেন তিনি।
গতকাল মমতাকে আগের ভঙ্গিতেই দেখা গেছে। ভাইপো অভিষেক বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন তিনি।
বাড়ির সামনে অস্থায়ী মঞ্চে ওঠে কর্মী–সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এই জয় আপনাদের জন্য এসেছে। করোনা পরিস্থিতির কারনে বলছি, কোনো ঝুঁকি না নিয়ে বাড়ি যান। ঠিক সময় কোভিড-১৯ সংক্রমণ কমলে ঘোষণা করা হবে বিজয়মিছিলের দিন। ব্রিগেডে হবে।’