||খেলার মাঠ প্রতিবেদন||
পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনের প্রথম সেশনে বিপদে পড়েও শেষ পর্যন্ত দলকে রক্ষা করেন লিটন দাস ও মুশফিকুর রহিম। হাসান আলির বোলিং তোপে ৩৩০ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।
দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তানি বোলারদের মুভমেন্ট-সুইংয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। লিটন দাস আগের দিনের সাথে নিজের নামের পাশে এক রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন। দীর্ঘ প্রতীক্ষার পর অভিষেক হলেও নিজের ইনিংস বড় করতে পারেননি ইয়াসির আলি রাব্বি। ১৯ বল খেলে মাত্র ৪ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ফলে ২৬৭ রান হতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
দলীয় ২৭৬ রানে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম। পেসার ফাহিম আশরাফের বলে উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের কাছে ক্যাচ তুলে দেন তিনি। এরপর ব্যাটিংয়ে নামা তাইজুলও বেশিক্ষণ থাকতে পারেননি। দলীয় ৩০৪ রানে শাহীন শাহ আফ্রিদির বলে স্লিপে আব্দুল্লাহ শফিকের কাছে ক্যাচ তুলে দেন তিনি। তাইজুলের সাথে ২৮ রানের জুটির পর রাহির সাথেও ২৬ রানের জুটি গড়েন মিরাজ। তবে শেষ পর্যন্ত দলকে ৩৩০ রানে থামলো বাংলাদেশের প্রথম ইনিংস।
ক্যারিয়ারে ৬ষ্ঠ বারের মতো পাঁচ উইকেট শিকারের স্বাদ পেলেন হাসান আলি। বাংলাদেশের বিপক্ষে ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন তিনি।
এসএ//এফএস