বিশ্ববাজারে দফায় দফায় বৃদ্ধি পেয়েছে তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৭০ ডলার ছাড়িয়ে গেছে।
বিশ্ববাজারে গত বছরের নভেম্বর থেকেই তেলের দাম বৃদ্ধি হতে দেখা গেছে। তবে গত দুই সপ্তাহে বর্তমান সময়ে তেলের দামে বড় উত্থান হয়েছে।এতে ২০১৮ সালের অক্টোবরের পর বা ৩২ মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ অবস্থানে উঠেছে।
অপরিশোধিত তেল ছাড়া ব্রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলের দাম ও বৃদ্ধি পেয়েছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ৪৯ ডলার বেড়ে ৭০ দশমিক ৭৮ ডলারে উঠে এসেছে। এর ফলে সপ্তাহের দাম বেড়েছে ১ দশমিক ৬৭ শতাংশ। আর মাসের ব্যবধানে বেড়েছে ৭ দশমিক ১১ শতাংশ।
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ১৩ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৭২ দশমিক ৬৫ ডলারে উঠে এসেছে। এতে গত এক সপ্তাহে দাম বেড়েছে ১ দশমিক শূন্য ৬ শতাংশ। আর মাসের ব্যবধানে বেড়েছে ৪ দশমিক ৮০ শতাংশ।
অপরদিকে গত এক সপ্তাহে দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হান্টিং অয়েলের দাম ২ দশমিক ১৮ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে হান্টিং অয়েলের দাম ২ দশমকি ৪৭ শতাংশ বেড়েছে।
চলতি বছরের শুরুতেও তেলের দামের এই বৃদ্ধির প্রবণতা দেখা যায়। কয়েক দফা দাম বেড়ে করোনার মধ্যে প্রথমবার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৬০ ডলারে উঠে আসে। এর মাধ্যমে মহামারি শুরু হওয়ার আগের দামে ফিরে যায় তেল। আর প্রায় তিন বছর পর গত সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল আবারও ৭০ ডলার স্পর্শ করল।