|| বঙ্গকথন প্রতিবেদন ||
দু’টি বিনিয়োগ প্রকল্প এবং একটি বাজেট সংক্রান্ত সহায়তা নিয়ে জাপানের সঙ্গে ২ দশমিক ৬৬৫ বিলিয়ন (২৬৬ কোটি ৫০ লাখ) মার্কিন ডলারের বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি এবং বাংলাদেশের জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া নিজ নিজ দেশের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল। স্বাক্ষরিত এসব ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
জেটি// এমএইচ