লক্ষ্যপূরণের পথে ‘বিরুষ্কা’। শুক্রবার করোনা আক্রান্তদের জন্য আর্থিক তহবিলের কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। লক্ষ্য ছিল তাদের মোট ৭ কোটি টাকা সংগ্রহ করার ।
নিজেরা ২ কোটি টাকা দিয়েছিলেন। পাশাপাশি সাহায্য চেয়েছেন সাধারণ মানুষের কাছে। অবাক মনে হলেও ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই জোগাড় হয়েছে ৩ দশমিক ৬ কোটি টাকা। আনুশকা নিজেই শনিবার টুইটারের মাধ্যমে জানিয়েছেন সে খবর।
একটি পোস্টার শেয়ার করেছেন আনুশকা শর্মা। তা থেকেই বোঝা যাচ্ছে, যে লক্ষ্য ছিল তার ৫০ শতাংশের বেশি টাকা উঠে গিয়েছে এরই মধ্যে। কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন আনুশকা। লিখেছেন, ‘এখনও পর্যন্ত যারা অর্থ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ। আমরা এর মধ্যে অর্ধেক পথ পেরিয়ে এসেছি। এ ভাবেই চলতে হবে’।