||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ার সদর উপজেলার জোড়গাছা এলাকা থেকে এক কেজি গাঁজাসমেত এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে শফিকুল আলম নামের ওই মাদক কারবারিকে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল জোড়গাছা এলাকায় অভিযান চালায়। সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে গাঁজাসহ আটক করা হয় মাদক কারবারি শফিকুল আলমকে। শফিকুলের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলায়। সোমবার মামলা দায়েরের পর এই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এমএইচ//